22 January 2024 , 5:40:08 প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সদস্যরা। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আটকের নাম মুজিবুর রহমান (২৩)। তিনি উখিয়ার ক্যাম্প-১৮ এর মো. রফিকের ছেলে। ১৪ এপিবিএন অধিনায়ক জানান, রাতে গোপন সংবাদ ভিত্তিতে এপিবিএন জানতে পারে অবৈধ অস্ত্র নিয়ে কিছু মানুষ অপরাধ সংগঠন করতে প্রস্তুতি নিয়েছে। এ খবরে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় এবিপিএন।
এ সময় অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন জানান, ধৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।