30 January 2026 , 4:18:07 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালীতে নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কার করে দিয়েছে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা।
উপজেলার অবহেলিত জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তা। স্বাভাবিক সময়ে ভালো থাকলেও বর্ষা- বৃষ্টি এবং ধান রোপন করার মৌসুমে মানুষ চলাচলসহ সকল ধরনের যান চলাচলে চরম ভোগান্তি হচ্ছিলো।
কাদাপানির কারনে প্রায় বন্ধ হয়ে যায় চলাচল। এতে গ্রামের কয়েক শত পরিবার স্বাভাবিক চলাচল করতে অসুবিধায় পড়ে। কৃষি কাজের ব্যবহৃত সকল গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সে কারনে কৃষি নির্ভর মানুষেরা চরম সমস্যায় পড়ে অসহায় বোধ করছিলেন, যাতায়াত – জীবনযাপনে চরম কষ্টের মধ্যে ছিলেন তারা।
তাদের এই দুর্দশা থেকে কিছুটা বাঁচানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপাতত রাস্তাটি সংস্করণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়।
গত ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার রাস্তাটি সংস্কারের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জগন্নাথপুর ইউপি ১ ওয়ার্ডের সাবেক সেক্রেটারি শরিফুল ইসলাম জানান, এখন আপাতত সংগঠনের মাধ্যমে রাস্তাটি যতটুকু দরকার ততটুকু সংস্কার কাজ করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ক্ষমতার অপব্যবহার না করে জনগনের সকল ধরনের আমানত রক্ষা করা হবে। রাস্তা ঘাট হাটবাজার কালভার্ট সংস্কার এবং জনগণের সকল পাওনা জনগনের নিকট পৌছে দেয়া হবে।
রাস্তা সংস্কার কাজের সময় উপস্থিতি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর ১ নং ওয়ার্ডের সেক্টেটারী হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন, সাবেক সেক্রেটারী মো: শরিফুল ইসলাম, যুব ক্রিয়া বিভাগের সভাপতি মো শহিদুল ইসলাম, গোপগ্রাম ইউনিয়নের যুব ক্রিয়া বিভাগের সভাপতি মো: আনোয়ার হুসেন প্রমূখ ।











