22 December 2025 , 4:33:41 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালীতে নামাজের উদ্দেশ্যে বের হয়ে পুকুরে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর শাহীন হোসেন নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার সকালে কুমারখালী সরকারি কলেজ সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহীন হোসেন পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি ডায়াবেটিসে, চোখের সমস্যা সহ মানসিকভাবেও অসুস্থ ছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








