13 December 2025 , 12:58:33 প্রিন্ট সংস্করণ
জেলা পতিনিধি – কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ড মাদক নির্মুল কমিটির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি। শুক্রবার দুপুরে শহরের মঙ্গলবাড়িয়া বাজারে সড়কের দুই পাশে দাড়িয়ে এই মানববন্ধন কর্মসূচিতে এলাকার শত শত নারী পুরুষ অংশ নেয়। পরে তারা ওই সড়কে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেন।
এসময় মানববন্ধনকারিরা বলেন, এলাকায় কতিপয় মাদক কারবারির মাদক ব্যাবসা করতে বাধা দিলে একজন মাদক ব্যাবসায়ী ৪০ জনের বিরুদ্ধে আদালতে হামলার মামলা করেন। ওই ৪০ জন ১৬ নং ওয়ার্ড মাদক নির্মুল কমিটির নেতা ও সদস্য। অবিলম্ভে তদন্ত করে ওই মামলা প্রত্যাহার ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার দাবী ওঠে। এ দাবী মানা না হলে আরো কঠোর কর্মসুচীর ঘোষনা দেন তারা।
মানববন্ধনে এলাকাবাসির সাথে মঙ্গলবাড়িয়া জামে মসজিদের ইমাম ও ধর্মপ্রান মুসল্লীরাও অংশ নেন।











