9 December 2025 , 9:57:00 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাফিকা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার ঈশোর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, আব্দুল কাদের, শহিদুল ইসলাম, আশরাফুল আলম, ফখরুল ইসলাম, তাজুল ইসলামসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তিনি বীজতলায় ধান বীজ বপনের কৌশল সম্বন্ধে কৃষকদের পরামর্শ প্রদান করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার পাবেন। এরমধ্যে ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্য ৫ কেজি করে উপশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১ হাজার ২০০ জন কৃষকের মাঝে দুই কেজি করে শুধু হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হবে।











