12 December 2025 , 9:12:17 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালী মিলনাগারের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, হাতের লেখা ও এসো গল্প লিখি ছবি আঁকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন কুমারখালী মিলনাগার প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৪৩জন শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, হাতের লেখা ও এসো গল্প লিখি ছবি আঁকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে কুমারখালী মিলনাগারের সদস্য ও প্রতিযোগিতার সমন্বয়ক মীর ফরহাদ ফয়সাল বলেন, এই প্রতিযোগিতা শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি ভবিষ্যৎ প্রজন্মকে সৃজনশীলতার পথে এগিয়ে নেওয়ার এক অনন্য উদ্যোগ। শিক্ষার্থীদের আঁকা ছবি, লেখা গল্প কিংবা হাতের লেখা শুধু কাগজে আঁকা কিছু রেখা নয় এগুলো তাদের অনুভূতি, স্বপ্ন ও কল্পনার ভাষা। শিল্প ও সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয়; চিন্তা, মানবতা ও দেশপ্রেমকে সমৃদ্ধ করে।
মিলনাগারের সদস্য ও কবি নাট্যকার লিটন আব্বাস বলেন, কল্পনা শক্তিকে কখনো না থামিয়ে, প্রশ্ন করতে ভয় পাওয়া যাবে না এবং প্রতিভাকে প্রতিদিন একটু একটু করে শান দিতে হবে। কারণ শিশুদের হাতেই থাকবে কুমারখালীকে আধুনিক, সমৃদ্ধ ও যুগোপযোগী করে গড়ে তোলার দায়িত্ব। শিশুরাই আমাদের আগামী দিনের আলো, শিশুরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ।
এই সময় উপস্থিত ছিলেন মিলনাগারের নির্বাহী সদস্য কে এম সামসুল কবির সাগর, মিরাজুল ইসলাম মিরুজ, ওসমান শেখ, মতিয়ার রহমান মতি, আনছার হোসেন, রাহাত রাজীব, জামাল, মনিরুল প্রমুখ ।
এছাড়াও একই সাথে মিলনাগারের উদ্যোগে দরিদ্র নাগরিকদের জন্য বিনামূল্যে মাসিক ডায়াবেটিস চেক-আপ কর্মসূচীও পালন করা হয়।














