সারা দেশ

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রধান গেটের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। অন্যান্যদের মধ্যে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলমগীর হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবিব চৌহান সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content