সারা দেশ

দিঘিতে এক মণ কোরাল মাছ

দিঘিতে এক মণ কোরাল মাছ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দিঘিতে ধরা পড়েছে এক মণ ওজনের তিনটি বিশাল আকৃতির কোরাল মাছ। মাছগুলো তাৎক্ষণিক ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। বড় মাছটি ২০ কেজি আর বাকি দুইটা মাছসহ তিনটি মাছের ওজন মোট ৪০ কেজি হয়েছে।

সকালে চর ঈশ্বর ইউনিয়নের কমলার দিঘিতে জাল ফেললে কোরালগুলো উঠে আসে। কমলার দিঘিটি চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণে।স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চর ঈশ্বর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে দিঘিতে জাল ফেলেন।

জাল ফেলার খবরে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ চাকমা।প্রথমবার জাল ফেললে মাছগুলো জাল কেটে বের হয়ে যায়। ফের আবার জাল ফেললে একসঙ্গে তিনটি বিশাল আকৃতির কোরাল মাছ ধরা পড়ে।

মাছগুলো রিপন বেপারী এক হাজার টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় কিনে নেন। এসময় কোরাল মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমান।