1 November 2023 , 1:00:05 প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সুতিতে অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় বুধবার (১ নভেম্বর) আধাবেলা হরতাল পালন করবে জেলা বিএনপি।
ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।কিশোরগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচির কথা জানানো হয়।
এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুলিয়ারচরে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ। পুলিশের গুলিতে নিহত হন উপজেলা ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সুতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া।
আহত হন দুই শতাধিক নেতাকর্মী। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি বুধবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল পালন করবে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচরে উপজেলার ছয়সুতি এলাকায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০-৩৫ নেতাকর্মী।কুলিয়ারচর থানার ওসি মো. গোলাম মস্তোফার দাবি, এ ঘটনায় তিনিসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।