রাজনীতি

স্থানীয় রাজনীতিতে নতুন কিছুর ইংগিত! আনছার প্রামাণিকের পক্ষে কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন ফরম উত্তোলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম আনছার প্রামানিকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
সোমবার বিকেলে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার এর নিকট থেকে মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন আনছার প্রামানিকের ভাই পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই মাখন প্রামাণিক। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক বলেন, আমার পক্ষে মনোনয়ন উত্তোলন করা হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে মনোনয়ন জমা দেওয়া হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার জানান, এ পর্যন্ত একটি মনোনয়ন বিক্রি হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে জানান তিনি।
এদিকে এই ফরম উত্তোলনকে স্থানীয় রাজনীতিতে নতুন কিছুর ইংগিত দিচ্ছে বলে অনেকেই মন্তব্য করছেন। অনেকেই ধারণা করছেন, এই আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন হতে পারে কিংবা স্বতন্ত্র প্রার্থীও হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্যই আনছার প্রামাণিকের পক্ষে কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করা হলো।

আরও খবর

Sponsered content