রাজনীতি

হাওড় ও বিলে মাছের পোনা অবমুক্ত করলেন হাফেজ মঈন উদ্দিন

মাহমুদ শরীফ,
কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন হাওড় ও বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর বেলা ১১টায় খোকসা উপজেলার একতারপুর হাওড় ও বহরমপুর, চাঁদট, বনগ্রাম, সোনাপাতেল বিল ও দুপুর দেড়টায় কুমারখালী উপজেলার মহিষাকোলা এলাকার জলাশয়ে সর্ব সাধারনের জন্য বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মঈন উদ্দিন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী তরুন ইমেজের কৃষক নেতা হাফেজ মঈন উদ্দিন বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফার আলোকে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও সাধারণ জনগনের পাশে দাঁড়াতে এই মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচী পালন করছেন। এর আগে তিনি বিভিন্ন গাছের চারা বিতরণ ও যুবকদের খেলার মাঠে ফেরাতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করে স্থানীয় রাজনীতিতে আলোচনায় এসেছেন।
মাছের পোনা অবমুক্ত করার সময় কৃষক নেতা হাফেজ মঈন উদ্দিন বলেন, কুষ্টিয়া-৪ আসনে ভোটার সংখ্যা চার লাখ। প্রতিটি ভোটারের সম্মানার্থে তিনি চার লাখ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা এবং চার লাখ পিছ মাছের পোনা মুক্ত জলাশয়ে সর্ব সাধারণের জন্য অবমুক্ত করছেন অব্যহত ভাবে।
তিনি আরো বলেন, ‘মাছে ভাতে বাঙালী‘ এই প্রবাদটি মাছের অভাবে বিশ্বাস হারাতে বসেছে, জেলে সম্প্রদায় কিংবা গ্রামের মানুষ আগের মত আর বিল হাওড়ে মাছ পায় না, সে কারণে বিশাল জলাশয়ে বর্ষার পানিতে এই মাছ বড় হলে সবাই শিকার করে খেতে পারবে।
কৃষক নেতা হাফেজ মঈন উদ্দিনের এমন ব্যতিক্রমধর্মী সামাজিক কাজে এলাকায় মৎস্যজীবি, কৃষকসহ সর্বস্তরের জনগনের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। দল মত জাতি সকল স্তরের মানুষ মাছের পোনা অবমুক্ত এবং গাছের চারা বিতলণকে জানাচ্ছে সাধুবাদ।