অপরাধ বার্তা

কুমারখালীতে অবৈধভাবে গড়াই নদীর বালু উত্তোলনের দায়ে দু’জনের কারাদন্ড

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো. আক্তার (৩৫) কে ১৫ দিন এবং সুমন শেখ (২৮) কে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেল পৌণে ৫ টায় উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় আদালত পরিচালনায় সহযোগীতা করে থানা পুলিশ। দন্ডপ্রাপ্ত মো. আক্তার উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের ছবেদ আলী মন্ডলের ছেলে। আর সুমন শেখ একই এলাকার জামির শেখের ছেলে। এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আক্তারকে ১৫ দিন এবং সমুনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content