রাজনীতি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ৪ জনকে জরিমানা

কুষ্টিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমান আদালত ৪ ব্যক্তিকে মোট ২৮ হাজার টাকা অর্থদন্ড করেছেন। কুষ্টিয়া-৩ (সদর) ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এসব দন্ডাদেশ দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সমতাপূর্ণ রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের শহরতলী বটতৈল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুষ্টিয়ার আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। তিনি জানান, দুটি দোকানে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের ছবি এবং ধানের শীষ প্রতীকযুক্ত ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা হয়, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এ কারণে চৌড়হাসের সাগর জুয়েলার্সের মালিক আব্দুল মালেকের ছেলে হাসুকে ৫ হাজার এবং মোজাম্মেলের ছেলে শরিফুল হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আচরণবিধি ২০২৫-এর বিধান অনুসারে ২৮-এর ২৭ ধারার আওতায় এ দন্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আরিফুল ইসলাম আরও জানান, কুষ্টিয়া সদর আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এটাই প্রথম দন্ডাদেশ, এবং ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিত চলবে।

এদিকে এর আগে গত রবিবার কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নওদাপাড়া গ্রামের গাজীপাড়া এলাকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়। দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চলা এই অভিযানে বিএনপি ও জামায়াত সমর্থিত দুই ব্যক্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলে। এ কারণে দুই মামলায় দুইজনকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। প্রশাসনের কর্মকর্তারা বলেন, নির্বাচনে সমান সুযোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে জেলা জুড়ে মনিটরিং এবং মোবাইল কোর্টের কার্যক্রম আরও জোরদার করা হবে।