সারা দেশ

সোনামসজিদ বন্দর দিয়ে এলো ৩৭০ টন আলু

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫ ট্রাকে ৩৭০ মেট্রিক টন আলু বন্দরে প্রবেশ করেছে। এতে খুচরা বাজারে কেজিতে দাম কমেছে ৫-৭ টাকা।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, এরইমধ্যে ট্রাকগুলো খালাস করা হয়েছে। আগামীকাল থেকে আমদানির পরিমাণ আরও বাড়তে পারে।

আশা করছি এ আলু আমদানিতে দেশের বাজার স্বাভাবিক থাকবে।জেলার সবজি বাজারগুলোয় ৫-৮ বেড়ে আলু বিক্রি হচ্ছিল ৩৩-৩৫ টাকা কেজি। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আলু আমদানির খবরে কমেছে দাম।

বর্তমানে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজি দরে।গতবছরের ৩০ অক্টোবর আমদানির অনুমতি দেয় সরকার। এর মেয়াদ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। পরে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।

১৫ ডিসেম্বর থেকে বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ ছিল। আবারও বাজার নিয়ন্ত্রণ রাখতে নতুন করে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: