3 January 2026 , 11:46:28 প্রিন্ট সংস্করণ
দাখিল করা হলফনামা অনুযায়ী কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জামায়াত প্রার্থীর তুলনায় সম্পদ ও মামলার সংখ্যায় এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা; শিক্ষাগত যোগ্যতা এলএলবি (সম্মান)। স্ত্রী ও সন্তানসহ তার নির্ভরশীল দুইজন, আরেক সন্তান প্রবাসে; স্ত্রীও ব্যবসার সঙ্গে জড়িত।
মনোনয়নপত্র দাখিলের তারিখে রুমীর হাতে নগদ অর্থ ছিল ৯,২৯,১৪৭ টাকা। অন্যান্য উৎস থেকে তার বার্ষিক আয় ৪,৫০,০০০ টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।
অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২০,০০০ টাকার সোনা ও অন্যান্য ধাতু, ২,৩৮,০০০ টাকার ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র এবং অন্যান্য খাতে ২,১৫,০০০ টাকার সম্পদ। স্থাবর সম্পদের মধ্যে ১৭,৪০,০০০ টাকার অকৃষি জমি এবং দুটি ভবন (দ্বিতল ও সেমিপাকা) রয়েছে, যার মূল্য ২,০০,০০০ টাকা; এছাড়া মুক্তিযোদ্ধা ঋণ হিসাবে ১,০০,০০০ টাকা দেখানো হয়েছে। সব মিলিয়ে তার মোট সম্পদের অর্জনকালীন মূল্য ১৯,৪০,০০০ টাকা হিসেবে হলফনামায় উল্লেখ আছে।
তার স্ত্রীর কাছে নগদ রয়েছে ৭২,৫৪,৪৯২ টাকা এবং ব্যবসা থেকে বার্ষিক আয় ৪,২০,০০০ টাকা। স্ত্রীর নামে ৮,৬০,০০০ টাকার মোটরযান, ১,০০,০০০ টাকার সোনা ও অন্যান্য ধাতু, ৩,৭৫,০০০ টাকার ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র, ১,৭০,০০০ টাকার অকৃষি জমি এবং ১৫,০০,০০০ টাকার একটি ফ্ল্যাট রয়েছে; স্ত্রীর মোট সম্পদের অর্জনকালীন মূল্য ১৬,৭০,০০০ টাকা।
মামলার তথ্য অনুযায়ী, বিএনপি প্রার্থী মেহেদী রুমী ৬টি মামলায় বেকসুর খালাস ও অব্যাহতি পেয়েছেন এবং আরও একটি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে।
এই আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মো. আফজাল হোসেন হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে দাখিল। তার নির্ভরশীল গৃহিণী স্ত্রী।
অন্যান্য উৎস থেকে তার বার্ষিক আয় ৩,০০,০০০ টাকা। মনোনয়ন দাখিলের তারিখে নগদ অর্থ ছিল ১১,৫০,০০০ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১,১০,০০০ টাকার ইলেকট্রনিক পণ্য এবং ৯০,০০০ টাকার আসবাবপত্র; সব মিলিয়ে অস্থাবর সম্পদের মোট মূল্য ১৩,৫০,০০০ টাকা। স্থাবর সম্পদের মধ্যে ৪১,৮০০ টাকার অকৃষি জমি এবং পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬ কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা বাড়ি রয়েছে; স্থাবর সম্পদের মোট মূল্য দেখানো হয়েছে ১,৫০,০০০ টাকা।
স্ত্রীর নামে উপহার হিসেবে পাওয়া দুই ভরি স্বর্ণের উল্লেখ রয়েছে, যা তার একমাত্র ব্যক্তিগত সম্পদ হিসেবে হলফনামায় উঠে এসেছে।
হলফনামার তথ্য থেকে দেখা যায়, স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণে বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও তার স্ত্রী জামায়াত প্রার্থী মো. আফজাল হোসেনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি সম্পদের মালিক। একই সঙ্গে, আইনি জটিলতার ক্ষেত্রে রুমীর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বেশিরভাগ মামলায় তিনি বেকসুর খালাস ও অব্যাহতির দাবি করেছেন





