12 February 2025 , 10:33:51 প্রিন্ট সংস্করণ
সাকী মাহবুব , পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। নিহতরা হলো উপজেলার সরিষা ইউনিয়নের বিলজালিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শুভ ও মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের মিলনের ছেলে নিলয় এবং আহত রিফাত সরিষা ইউনিয়নের জাগির বাগলী গ্রামের মঞ্জুর ছেলে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সরিষা ইউনিয়নের রূপিয়াট ইয়াছিনিয়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতিতে মোটরসাইকেলটি একটি অটোরিকশা ওভারটেক করার সময় মাদ্রাসার সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা ৩ জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও নিলয়কে মৃত ঘোষণা করেন। আহত রিফাত জানায়, পাংশা বাজার থেকে ফেরার পথে রুপিয়াট মাদ্রাসার সামনে দুর্ঘটনার শিকার হই। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্ত্বরের বাতাস ভারী হয়ে ওঠে।