15 January 2025 , 10:03:33 প্রিন্ট সংস্করণ
সাকী মাহবুব , রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ এশা পাট্রা ইউনিয়নের বয়রাট উত্তর পাড়া চৌরাস্তা মোড় জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট্রা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল মান্নান।
জামায়াত নেতা আবদুল্লাহ আল মারুফের সভাপতিত্বে পাট্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা মতিয়ার রহমান, মাওলানা শফিকুল ইসলাম, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক শিবিরের সভাপতি মো :ইসমাইল মোল্লা, সিঙ্গাপুর প্রবাসী রবিউল ইসলাম, বাংলাদেশ ছাত্র শিবির পাট্রা ইউনিয়ন শাখার সভাপতি শাফায়েত হোসেন প্রচার সম্পাদক মিশকাত হোসেন নিশান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মো:ইসমাইল হোসেন মোল্লা এবং রবিউল ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়।