এক্সক্লুসিভ

টইটই অ্যাওয়ার্ড পেলেন কবি ও ছড়াকার সাকী মাহবুব 

শিশু সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টইটই ৬ষ্ঠ বর্ষপূর্তি অ্যাওয়ার্ড পেলেন কবি ছড়াকার ও গবেষক সাকী মাহবুব। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মুছিদাহ গ্রামের কৃতিসন্তান, পেশায় একজন শিক্ষক । 

গতকাল ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বাংলা একাডেমির উপপরিচালক  বিশিষ্ট গবেষক ড: শাহেদ মুন্তাজ এবং সাবেক অতিরিক্ত সচিব মোতাহার হোসেনসহ অতিথিবৃন্দ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টইটই পত্রিকার প্রধান সম্পাদক আজহারুল ইসলাম আল আজাদ ।  সন্তালনা করেন টি মনি খান রিনু।অনুষ্ঠানে সারাদেশ থেকে বিভিন্ন কবি সাহিত্যিক ও সাহিত্য বোদ্ধারা অংশ গ্রহণ করেন। 

আরও খবর

Sponsered content