সারা দেশ

ওসি পৌর মেয়র ও ভাইস চেয়ারম্যানের নামে মামলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর লুটপাট ও ক্রস ফায়ারে হুমকি দিয়ে আটক নেতার নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগে সেনবাগ পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) সহ ১৮ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

রোববার রাতে বিএনপি নেতা নুরনবী বাচ্চু বাদী হয়ে সেনবাগ থানায় এ মামলায় অজ্ঞাত আরও ২৪-২৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. গোলাম কবির, সেনবাগ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু, সেনবাগ পৌরসভা যুবলীগ আহ্বায়ক জাহিদুল হক রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মাজেদুল হক তানভীর, ছাত্রলীগ নেতা আবু শোয়েব, তারেক, আবদুল আহাদ পুলার, ইউসুফ, মাসুদ, জুয়েল, আশরাফুল ইসলাম রানা, আরেফিন, রাব্বি, রায়হানসহ ১৮ নেতাকর্মী এবং অজ্ঞাত আরও ২৪/২৫ জন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন।

আরও খবর

Sponsered content