27 October 2023 , 7:09:07 প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসিরা।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদরে ৬, তাড়াশে ২, রায়গঞ্জ, বেলকুচি, কাজিপুর, এনায়েতপুর ও চৌহালী থানায় একজন করে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সহসভাপতি ছানোয়ার হোসেন (৬০), শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা (৬৫), বিএনপির কর্মী সুমন সরকার (৩৯), রতনকান্দির বিএনপির কর্মী নয়ন (৩৯) ও মানিক (২২) ও জামায়াতকর্মী আশরাফুল আলম (৩৫)।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বারুহাস ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল বাশার ও তাড়াশ উপজেলা যুবদলের সদস্য সোহেল রানা তালহাকে গ্রেপ্তার করা হয়েছে। রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চান্দাইকোনা ওয়ার্ড বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, চন্দনগাঁতী এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতা গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, গভীর রাতে নিশ্চিতন্তপুর এলাকা থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার চাকলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, খুকনী ইউনিয়নের খোকশাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।চৌহালী থানার ওসি হারুন-অর-রশিদ জানান, রাতে অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।