সারা দেশ

সাবেক দুই এমপিসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও তালুকদার তৌহিদ জং মুরাদসহ ১১৯ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আস-সাবুরের চাচাতো ভাই সাহিদ হাসান ওরফে মিঠু মামলাটি দায়ের করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারে বাদী সাহিদ হাসান মিঠু বলেন, ‘গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে শাহীন স্কুলের দশম শ্রেণির ছাত্র আল-সাবুর কেনাকাটার জন্য আশুলিয়ার বাইপাইল এলাকায় যায়। তখন ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল।

ওই দিন দুপুর ২টার দিকে জানতে পারি আল-সাবুর বাইপাইল মোড়ে মৃত অবস্থায় পড়ে আছে। পরে লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় দেখতে পাই।মামলায় আরও উল্লেখ করেন, ৫ আগস্ট বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। এ সময় সাইফুল ইসলাম, তালুকদার তৌহিদ জং মুরাদসহ আওয়ামী লীগের কয়েক জন নেতাকর্মী আল-সাবুরকে ধরে লাঠিপেটা করার পর গুলি করেন।

এতে ঘটনাস্থলেই মারা যায় সাবুর।আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর

Sponsered content