সারা দেশ

পুতুল পোড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

পুতুল পোড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

পাবনার ঈশ্বরদীতে পুতুল পোড়াতে গিয়ে আগুনে পুড়ে দগ্ধ রিয়া খাতুন (৯) নামে এক শিশু মারা গেছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত রিয়া উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর মধ্যপাড়া গ্রামের পিন্টু বিশ্বাসের মেয়ে এবং দিয়াড় সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।রিয়া খাতুনের মামাতো ভাই সৌরভ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার ঈশ্বরদীতে মাটির তৈরি পুতুল পোড়াতে গিয়ে আগুনে পুড়ে রিয়া খাতুন দ্বগ্ধ হয়।রিয়ার বাবা জানান, তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী করেন। আগুন লাগার ঘটনার সময় শুধু রিয়া ও তার ৫ বছর বয়সী ছোট ভাই বাড়িতে ছিল।

প্রতিবেশীরা বলেন, রিয়া ও তার ছোট ভাই বাড়ির মধ্যে উঠানের ওপর মাটি দিয়ে খেলনা তৈরি করছিল। ধারণা করা হচ্ছে, সেগুলো পোড়ানোর জন্যই তারা আগুন জ্বালিয়েছিল। তবে অসাবধানতাবশত রিয়ার গায়ে পরিহিত জামাতে আগুন লেগে যায়।

তাদের দুই ভাইবোনের আত্মচিৎকারে আমরা এগিয়ে এসে বাড়ির মূল দরজা বন্ধ পাই। পরে দরজা ভেঙে তাদের উদ্ধার করি। কিন্তু ততক্ষণে রিয়ার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। অবশেষে ১০ ঘণ্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়।