16 September 2023 , 3:25:21 প্রিন্ট সংস্করণ
ভারতের মধ্য প্রদেশে চারণভূমিতে ছাগল চরানো নিয়ে তুমুল সংঘর্ষের জেরে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ২ জন।
নিহতদের মধ্যে চারজন যুবক এবং একজন বৃদ্ধ রয়েছেন।বুধবার প্রদেশটির দাতিয়া জেলায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ছাগল চরানো নিয়ে বিবাদ মেটাতে দুই গোষ্ঠী বৈঠকে বসেছিল। কিন্তু সেটি রণক্ষেত্রে রূপ নেয়।
দাতিয়ার পুলিশ সুপার প্রদীপ শর্মা বলেন, গত বুধবার দাঙ্গি ও পাল সম্প্রদায়ের ব্যক্তিরা ছাগল চরানোর বিবাদ সমাধানে আলোচনায় বসে।
কিন্তু সেখানে এক পর্যায়ে বিতর্ক শুরু হয়। এরপর সংঘর্ষ এবং গোলাগুলি হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। উভয় পক্ষ থেকে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার প্রদীপ।