সারা দেশ

আবারও বেতনের দাবিতে সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ

আবারও বেতনের দাবিতে সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ করেছেন একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা।রোববার সকাল ৯টা থেকে ফতুল্লার শাসনগাঁও এলাকায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে অবন্তি কালার টেক্স লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করছেন।

অবরোধের কারণে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমের দাবদাহে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও এলাকাবাসী।খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও শিল্প পুলিশের একাধিক টিম সড়ক অবরোধ থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

জানা যায়, ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত অবন্তি কালার টেক্স লিমিটেডে প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন। তারা মার্চ মাসের বেতনভাতার দাবিতে সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

এ কারখানাতে কয়েক মাস ধরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ চলছে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে মালিকপক্ষের সঙ্গেও আলোচনা চলছে।