সারা দেশ

২ জনের যাবজ্জীবন অপহরণ মামলায়

২ জনের যাবজ্জীবন অপহরণ মামলায়

নাটোরে অপহরণ মামলায় আবু বক্কর (৪০) ও রান্টু মিয়া (২০) নামে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবু বক্কর নাটোর সদর উপজেলার হয়রতপুর এলাকার আ. ছাত্তারের ছেলে ও রান্টু গুরুদাসপুর উপজেলার উত্তর পাড়া

এলাকার আনোয়ার হোসেনের ছেলে।মামলার এজাহার থেকে জানা যায়, আবু বক্কর ও রান্টু সদর উপজেলার হালসা এলাকায় ভুক্তভোগী মেয়েটির বাড়ির পাশে রাজমিস্ত্রির কাজ করতেন। সে সুবাদে মেয়েটির সঙ্গে আবু বক্কর ও রান্টুর মাঝে মধ্যে আলাপ হতো। ২০০৫ সালের ২৫ মে দুপুরে তারা মেয়েটির বাড়িতে ঢুকে নানা প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়।

পরে মেয়েটির মা বাড়িতে এসে তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন আবু বক্কর ও রান্টু তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় মেয়েটির মামা ইদ্রিস আলী বাদী হয়ে আবু বক্কর ও রান্টুর নামে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, মামলা দায়েরের ১৯ বছর পর আদালত দুই আসামি আবু বক্কর ও রান্টু উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে আবু বক্কর ও রান্টুকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা ভিকটিম পাবে উল্লেখ করে রায়ে বলা হয়।