রাজনীতি

উত্তর কোরিয়া মডেল নিয়ে গর্ব করে সরকার বললেন ড. মঈন খান

উত্তর কোরিয়া মডেল নিয়ে গর্ব করে সরকার বললেন ড. মঈন খান

উন্নয়নের রোল মডেল নয়, সরকার কি উত্তর কোরিয়া মডেল নিয়ে গর্ব করে— এমন প্রশ্ন তোলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (২২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত আলোচনা সভায় এ প্রশ্ন করেন তিনি।

ড. মঈন খান বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনাই শেষ কথা। বন্দুকের নলে ক্ষমতায় থাকার চেষ্টা সফল হবে না। অর্থনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে পরাশক্তিগুলো সরকারকে সমর্থন দিচ্ছে।

কিন্তু বাংলাদেশে গণতন্ত্র মৃত, এটি বিশ্ব স্বীকৃত।বিএনপির এ নেতা অভিযোগ করেন, বিএনপি কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করলে আবারও ২৮ অক্টোবরের মতো ক্র্যাকডাউনের হুমকি দেয়া হচ্ছে।

জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। সরকারকে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বানও জানান ড. মঈন খান।