সারা দেশ

আবারও ঘন কুয়াশায় লাইনচ্যুত ট্রেন

আবারও ঘন কুয়াশায় লাইনচ্যুত ট্রেন

ঘন কুয়াশার কারনে রংপুরের কাউনিয়ায় ট্রেনের লাইন পরিবর্তনের সময় লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা ৪০মিনিটের দিকে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক।স্টেশন মাস্টার ও স্থানীয় সূত্রে জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকো ট্রেনটি কাউনিয়ার পূর্বে কেবিন পৌছায়।

পরে সকাল সাড়ে ৬টায় কাউনিয়া স্টেশনে লাইন চেঞ্জিং এর সময় কুয়াশার কারনে ভালোভাবে পয়েন্ট দেখা না যাওয়ায় লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় ট্রেনটির ৩টি লাইন ছিড়ে সামনের ইঞ্জিন বাকা হয়ে চাকা গুলো লাইন থেকে পরে যায়।

এতে ইঞ্জিন ও পেছনের বগিসহ ২ টি বগি লাইনচ্যুত হয়ে গেছে।এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। তবে সাময়িকভাবে ছেড়ে আসা ট্রেন কাউনিয়ায় আসতে পারেনি বা কাউনিয়া থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারছে না।

লাইনচ্যুতির পর সংস্কারের কাজ চলছে দ্রুত ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান কাউনিয়ার স্টেশন মাস্টার হোসনে মোবারক।

আরও খবর

Sponsered content