জাতীয়

নোংরা রাজনীতিতে ফিরবো না বললেন সোহেল তাজ

গুম, বিচার বহির্ভূত হত্যা কখোনোই গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগসহ সব দলেরই আত্মসমালোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এ সময় নোংরা রাজনীতিতে আর ফিরবেন না বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি। এ সময় গতকাল বুধবার তার সাথে ঘটে যাওয়া ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিরাপত্তা চান তিনি।

পরে সাংবাদিকদের এ কথা বলেন সোহেল তাজ। অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে সোহেল তাজ বলেন, ছাত্র-জনতার গণ অভুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। তাই এই সরকারের কাছে মানুষের প্রত্যাশাও বেশি। তাদের প্রথম দায়িত্ব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা করা উচিত নয়।

আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী রয়েছেন যাদের ওপর অত্যাচার, নিপীড়ন হচ্ছে। এটির নিন্দা জানাই। যে সকল আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই দোষী নয়। এই বিষয়গুলো নিয়ে আরও সচেতন হওয়া জরুরি। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।