সারা দেশ

ব্যবসায়ীদের মাথায় হাত ক্রেতা নেই পেঁয়াজে ধরেছে পচন

ব্যবসায়ীদের মাথায় হাত ক্রেতা নেই পেঁয়াজে ধরেছে পচন

ভারতে রপ্তানি বন্ধের ঘোষণার সাথে সাথেই দেশের বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। ক্রেতা, ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসনের মধ্যেও বিষয়টি নিয়ে তৈরি হয়েছে অস্বস্তি। শুরু হয় অভিযান। তারপরও প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম।একলাফে তা দ্বিগুণ হয়ে দুইশ টাকা ছাড়িয়ে যায়।

তবে চারদিন গড়াতেই দেশের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার কুড়িগ্রামে পেঁয়াজের ক্রেতা নেই। বাড়তি দাম হেঁকে অস্বস্তিতে আড়তদাররা। কোনো কোনো আড়তে আমদানি করা চায়না ও ভারতীয় পেঁয়াজ পচতে শুরু করেছে।কুড়িগ্রামের ব্যবসায়ীরা বলছেন, মৌসুমের শুরুতে ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে দেশে দাম বাড়লেও পুরোদমে দেশি পেঁয়াজ বাজারে এলে সব স্বাভাবিক হয়ে যাবে।

তবে ছোট আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের বক্তব্য, সরকারি প্রতিষ্ঠানগুলোর পেঁয়াজ উৎপাদনের ভুল তথ্যে বাজারে অস্থিরতা তৈরি হয়। সঠিক তথ্য থাকলে অস্থিরতাও থাকতো না, সংকটও তৈরি হতো না।ব্যবসায়ী সমিতি বলছে, দুদিন বাড়তি থাকলেও এখন কুড়িগ্রামে ক্রেতা পাওয়া যাচ্ছে না। দামেও ধস নেমেছে। অনেক আড়তে চায়না পেঁয়াজে পচন ধরেছে।

পাশাপাশি এখন এ মৌসুমের দেশি পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যে পুরোদমে দেশি পেঁয়াজ বাজারে এলে দাম স্বাভাবিক হয়ে যাবে।এছাড়া প্রশাসনের অভিযানের নেতিবাচক প্রভাবও বাজারে পড়তে পারে বলে মন্তব্য করেছেন অনেকে। তারা বলছেন, এতে ছোট আমদানিকারকরা এরই মধ্যে ঋণপত্র খুলতে নিরুৎসাহিত হচ্ছেন। যার প্রভাব বাজারে পড়তে পারে। পাশাপাশি ডলার সংকটের কারণে নিয়মিত ঋণপত্র খুলতে না পারার নেতিবাচক প্রভাব পড়েছে পেঁয়াজের দামে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: