রাজনীতি

একসঙ্গে নির্বাচনে রাজি রওশন-কাদের

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে রওশনের গুলশানের বাসায় যান জাপা চেয়ারম্যান।

জানা গেছে, তারা দুজন পারিবারিকভাবে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বৈঠক করেছেন।জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে বিরোধীনেতার বাসায় আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বৈঠকে জিএম কাদের ছাড়া বিরোধী নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ, এরশাদপুত্র রাহগির আল মাহে সাদ এরশাদ, কাজী মামুন উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচন নিয়ে একান্তে কথা বলেন দুজন। রাত সাড়ে দশটার দিকে বিরোধীনেতার বাসা থেকে বেরিয়ে যান জিএম কাদের।

মনোনয়ন দেওয়ার একক ক্ষমতা নিয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নির্বাচন করার জেদ ধরলেও শেষ পর্যন্ত তাকে (রওশন এরশাদ) নিয়ে একসঙ্গে নির্বাচন পরিচালনায় সম্মত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

বরং বিরোধী নেতা বেগম রওশন এরশাদকে সামনে রেখে দলীয় মনোনয়ন দেওয়াসহ নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করতে সম্মত হয়েছেন তিনি।

আরও খবর

Sponsered content