সারা দেশ

আবারও ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

আবারও ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

কুমিল্লায় শাহ আলম (৪৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে নগরীর নেউরা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহ আলম নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়ার ছেলে।

শাহ আলমের বড় ভাই ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জসিম উদ্দিন বলেন, ‌‘শাহ আলম ১০ বছর আগে দক্ষিণ চর্থা থেকে পাশের নেউরা এলাকায় বাড়ি করে সেখানে বসবাস করে। তার গাড়ির ব্যবসা ছিল। পরে গ্যারেজ ব্যবসা শুরু করে।

ঢুলিপাড়া ও পকেট গেট এলাকায় গ্যারেজের ব্যবসা ছিল। মাঝে মাঝে রাতে গ্যারেজে থাকত। শুক্রবার রাতে গ্যারেজে ছিল। ভোরে বাড়ি ফেরার পথে হয়তো তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় ও গলায় কোপের দাগ আছে।

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লায় শাহ আলম (৪৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে নগরীর নেউরা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহ আলম নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়ার ছেলে।

শাহ আলমের বড় ভাই ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জসিম উদ্দিন বলেন, ‌‘শাহ আলম ১০ বছর আগে দক্ষিণ চর্থা থেকে পাশের নেউরা এলাকায় বাড়ি করে সেখানে বসবাস করে। তার গাড়ির ব্যবসা ছিল।

পরে গ্যারেজ ব্যবসা শুরু করে। ঢুলিপাড়া ও পকেট গেট এলাকায় গ্যারেজের ব্যবসা ছিল। মাঝে মাঝে রাতে গ্যারেজে থাকত। শুক্রবার রাতে গ্যারেজে ছিল। ভোরে বাড়ি ফেরার পথে হয়তো তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় ও গলায় কোপের দাগ আছে।

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।