27 February 2025 , 6:36:59 প্রিন্ট সংস্করণ
উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচন ২০২৫-২০২৬ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত বর্তমান সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাড. হারুনুর রশিদ ১৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাড. এস,এম, শাতিল মাহমুদ ১৯৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে একটানা বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছেন এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এ নির্বাচনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৩০ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে, অধিক গ্রহনযোগ্য কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাবেক নেতা সিনিয়র আইনজীবী এ্যাড.হারুনুর রশিদ ১৪৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনিয়র আইনজীবী এ্যাড. সোহেল খালিদ মোঃ সাঈদ ১০৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সিনিয়র আইনজীবী ও কুষ্টিয়া জজ কোর্টের বর্তমান জিপি এ্যাড. মাহাতাব উদ্দিন ৭৭ ভোট, সিনিয়র আইনজীবী এ্যাড. শেখ মোঃ আজিজুর রহমান ৩৯ ভোট, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী সিনিয়র আইনজীবী, লালন একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জজ কোর্টের সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মোহাম্মদ ৩৬ ভোট এবং সিনিয়র আইনজীবী এ্যাড. তানজিলুর রহমান এনাম ১৬ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে এ্যাড. এস,এম, শাতিল মাহমুদ ১৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয়তাবাদী এ্যাড. খ,ম, আরিফুল ইসলাম (রিপন) ১৬৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী সিনিয়র আইনজীবী এ্যাড.আব্দুল মজিদ (১) ২৯ ভোট এবং এ্যাড. এস,এম,মনোয়ার হোসেন মুকুল ২৮ ভোট পেয়েছেন।
সিনিয়র সহ-সভাপতি পদে এ্যাড. মোঃ ফারুক আজম মৃধা ১৭৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড.আব্দুর রহমান ১২৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপর প্রার্থী এ্যাড. নাাসির উদ্দিন ১০৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে এ্যাড. মাহমুদুল হক চঞ্চল ১৫২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড. নিজাম উদ্দিন (২) ১১৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এ্যাড. মোঃ শামসুজ্জামান মনি ৮৩ ভোট এবং এ্যাড.ইসরাইল হোসেন ৬৮ ভোট পেয়েছেন । যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ্যাড. নাজমুন নাহার ১৭৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড.আব্দুস সাত্তার (শাহেদ) ৯৯ ভাট পেয়ে পরাজিত হয়েছেন। এ্যাড. মনোয়ারুল ইসলাম (মনিরুল) ৮৪ ভোট ও এ্যাড. হাসান রাজ্জাক রাজু ৬৯ ভোট পেয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোষাধাক্ষ্য গ্রন্থাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, দপ্তর সম্পাদক, সিনিয়র সদস্য ও জুনিয়র সদস্য পদে ভোট গণনা চলছিল।
কোষাধাক্ষ পদে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা এবং এ্যাড. মোঃ আবুল হাশিম। গ্রন্থগার সম্পাদক পদে এ্যাড. মোছাঃ সুলতানা বেগম (মমো) ও এ্যাড. মোঃ এনামুল হক। সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. মোঃ তোজাম্মেল হক, এ্যাড. রোকুনুজ্জামান (সাজু) ও এ্যাড. মকলেছুর রহমান পিন্টু। দপ্তর সম্পাদক পদে এ্যাড.মোঃ ওয়ালীউল বারী, এ্যাড.হাবিবুর রহমান (আজিম) ও এ্যাড. আবু আজম। সিনিয়র সদস্য পদে এ্যাড.আয়েশা সিদ্দিকা, এ্যাড. কাজী সিদ্দিক আলী, এ্যাড.শহিদুল ইসলাম(বাবু), এ্যাড. হাফিজুর রহমান (হাফিজ), এ্যাড. মাহফুজুর রহমান মাফুজ, এ্যাড. আশুতোষ কুমার পাল (দেবাশীষ), এ্যাড.মোস্তাফিজুর রহমান, এ্যাড.মারুফ বিল্লাহ ও এ্যাড. আশরাফুল রেজা। জুনিয়র সদস্য পদে এ্যাড.জাকির হোসাইন, এ্যাড মোঃ খাইরুজ্জামান, এ্যাড. সাইফুর রহমান (সুমন), এ্যাড. রবিউল ইসলাম, এ্যাড. মোঃ সাইফুল ইসলাম রানা(২) এ্যাড. খন্দাকর নবীন মাহমুদ ও এ্যাড. মুহাইমিনুর রহমান (পলল) চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন-সিনিয়র আইনজীবী এ্যাড. কে. এম. আব্দুর রউফ এবং সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন এ্যাড. মোস্তফা সামসুজ্জামান ও এ্যাড. মোঃ আল মুজাহিদ হোসেন (মিঠু)।