21 November 2023 , 5:15:20 প্রিন্ট সংস্করণ
মেহেরপুরে হারিয়ে যাওয়া ৫৪টি মোবাইল ও ২৮ হাজার টাকা উদ্ধারের পর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিলো পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয় সভাকক্ষে মালিকদের হাতে মোবাইল ও টাকা তুলে দেন পুলিশ সুপার রাফিউল আলম।
প্রেস ব্রিফিংয়ে জানায়, জেলার তিন থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়। পুলিশের সাইবার ক্রাইম সেলের সহযোগিতায় উদ্ধার করা মোবাইলগুলো আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়।
এছাড়াও বিভিন্ন সময়ে প্রতারণার শিকার হয়ে বিকাশে হারানো ২৮ হাজার টাকাও ফিরিয়ে দেওয়া হয়। হারানো মোবাইলগুলোর মধ্যে সদর থানার ৩৫টি, গাংনী থানার ১৯টি এবং মুজিবনগর থানার দুটি মোবাইল উদ্ধার করা হয়।
এছাড়া চারজনের বিকাশের টাকা উদ্ধার করা হয়েছে।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম, ডিবি ওসি সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা।