26 August 2023 , 4:15:39 প্রিন্ট সংস্করণ
কথায় কথায় রাগ করে, আপনার স্ত্রী কি খুব রাগী? মানে অল্পতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি! আপনি হয়তো বাজার থেকে একটা জিনিস আনতে ভুলে গেলেন, ব্যাস আর রক্ষা নেই! স্ত্রী তো রেগে আছেন, আপনি কী করবেন তখন? রাগী স্ত্রী’কে সামলাবেন কী করে, তাহলে জেনে নিন স্ত্রীকে বশে আনার দারুণ কৌশল:
প্রত্যেক সম্পর্কে যেমন ভালোবাসা ও মধুর মুহূর্ত আছে। আবার ঝগড়াও আছে। দুই মিলিয়েই সম্পর্ক। টক, ঝাল, মিষ্টি। স্বামী-স্ত্রীর মধ্য়ে ঝগড়া হবেই। কিন্তু তা যেন এমন পরিস্থিতিতে না চলে যায় যে, আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে শুরু করে। যাই হোক, এখন প্রত্যেকেই অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এদিকে বাড়ির কাজের চাপও থাকে।
সব মিলিয়ে কখনও না কখনও ধৈর্য্যচ্যুতি হয়েই থাকে। তখন সঙ্গীর উপর চিৎকার করে ফেলেন অনেকেই। কিন্তু অনেকেই এমন আছেন, যাঁরা খুবই শর্ট টেম্পার হন।সহজেই মেজাজ হারিয়ে ফেলেন। সঙ্গী সহজেই মেজাজ হারালে তার প্রভাব অন্য সঙ্গীর উপরে পড়বেই। আপনার স্ত্রীও কি এমনই করেন? মানে কথায় কথায় রেগে যান?
স্ত্রী রেগে গেলে কীভাবে সামাল দেবেন তাঁকে? কী করবেন আর কী করবেন না। এমন কোনও কাজ করবেন না বা কথা বলবেন না যাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বরং এমন কাজ করুন, যা আপনাদের সম্পর্কও ঠিক রাখে। স্ত্রী’কেও সামলে রাখতে পারেন আপনি।
কীভাবে তাঁর রাগ গলে? প্রত্যেকেরই একটা মেল্টিং পয়েন্ট থাকে। কেউ যদি প্রচণ্ডও রেগে থাকে, তবে তাঁর রাগ কমানোর উপায়ও থাকে। আপনি তা মনে করার চেষ্টা করুন।যদি কোনও ভুল করে থাকেন যা আপনার স্ত্রীকে রাগিয়ে দিতে পারে, তাহলে আগে থেকেই তাঁর কাছে দোষ স্বীকার করে নিন। ক্ষমা চেয়ে নিন। আপনি যে অনুতপ্ত তা আপনাকে দেখেই যেন বোঝা যায়।
তর্ক করবেন না: যদি তিনি আপনার উপর রেগে থাকেন এবং আপনাকে কথা শোনাতে থাকেন, তবে কথার মাঝখানে কোনও কথা বলবেন না। বরং তাঁর কথা শুনুন।নিজেকে বাঁচানোর থেকে বরং তাঁর কথায় মনোযোগ দিন। তাঁকে বলতে দিন। তিনি তাঁর সব কথা বলার পর এমনিই শান্ত হয়ে যাবেন। তিনি রেগে থাকার সময়ে তাঁর সঙ্গে তর্ক করা বৃথা।
কারণ তিনি আপনার কোনও কথাই শুনবেন না। বরং এতে ঝগড়া আরও বাড়বে। তাঁকে শান্ত হওয়ার কথাও বলবেন না। তিনি তাঁর রাগ প্রকাশ করার পর নিজেই শান্ত হয়ে যাবেন। আপনি সামনে বসে তাঁর কথাগুলো শুনুন। পরে তাঁকে আপনার কথাও বুঝিয়ে বলুন।