22 September 2023 , 1:00:03 প্রিন্ট সংস্করণ
চুল শক্তপোক্ত করতে আছে হেয়ার মাস্ক। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে লিখেছেন নূসরাত জাহান
কলা+মধু
একটি পাকা কলা ম্যাশ
করে তাতে দুই টেবিল চা
চামচ মধু মেশান। মিশ্রণটি
চুলে লাগিয়ে ৩০ মিনিট
রাখুন। হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।
অ্যাভোকাডো+অলিভ অয়েল
অর্ধেকটা অ্যাভোকাডো পিষে তাতে দুই টেবিল চা চামচ অলিভ অয়েল মেশান। চুলে ভালো করে মাখুন। বিশেষ করে শেষ প্রান্তে। ৩০-৪৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
দই+ডিম
একটি ডিম ভালো করে বিট করে আদা কাপ টক দইয়ের সঙ্গে ভালো করে মেশান। চুলে মেখে ২০-৩০ মিনিট রাখুন। হালকা গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
নারিকেল তেল+ভিটামিন ই
দুই টেবিল চা চামচ
নারিকেল তেলের সঙ্গে দুটি ভিটামিন ই ক্যাপসুলের উপাদান মিশিয়ে নিন। চুল ও স্কাল্পে আলতো করে মিশ্রণটি ম্যাসাজ করুন। এক-দেড় ঘণ্টা রেখে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা+ক্যাস্টর অয়েল
দুই টেবিল চা চামচ অ্যালোভেরা জেল ও এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল ভালো করে মেশান। চুলে মেখে ৩০-৪০ মিনিট রেখে দিন। ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।