লাইফ স্টাইল

শীতের ছড়া –

খোকার শীত বরণ
– মাহমুদ শরীফ
শীতের কালে খুব সকালে
হিম জড়ানো হাওয়া
খেজুর রসে শীতের পিঠা
রোদ্রে বসে খাওয়া।
দূর্বা ঘাসে শিশির কণা
মুক্ত‘র ন্যায় হাসি
যাসনে খোকা ঘাসের উপর
বলেন মিনু মাসি।
খোকা বলে-শিশির যদি
নাইবা নিলাম পায়ে
কেমনে হবে শীতকে বরণ
শিমূলতলীর গাঁয়ে।
আম্মু হাসে খোকার কথায়
চ্চাু-দাদুও হাসে
দেখবি মজা! লাঠি হাতে
আব্বু তেড়ে আসে।
তাইনা দেখে ছোটন খোকা
মাসির কোলে পালায়
আস্তে বলে- শীতটা পাঁজি
জ্বালায় শুধু জ্বালায়।

আরও খবর

Sponsered content