লাইফ স্টাইল

সাংবাদিক তুহিন হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

 কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা :
কুষ্টিয়ার কুমারখালীতে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কুমারখালী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভি প্রতিনিধি লিপু খন্দকার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ, সহ সভাপতি মনোয়ার হোসেন, জাকের আলী শুভ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাহমুদ আলাল, কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের আহ্বায়ক খান আতাউর রহমান সুজন, সদস্য সচিব রফিক মোল্লাসহ অনেকে উপস্থিত ছিলেন।