সারা দেশ

কুমারখালীতে পানি নিষ্কাশন ব্যবস্থার দাবিতে মানববন্ধন

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতাঃ

কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের এক বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ও দ্রুৃত নিষ্কাশন ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার ১২ই আগষ্ট সকাল ৮টায় উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মাঝে সৈয়দ মাসুদ রুমী সেতুর পূর্ব পাশে বাঁশআড়া মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার বাঁশআড়া, কাশিমপুর, হাসাবপুর, নন্দলালপুর, সৌঁপুকুড়িয়া গ্রামের মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানিতে তলিয়ে গেছে ৫ হাজার বিঘা ফসলী জমি। এছাড়াও পানিতে তলিয়া গেছে বেশ কয়েকটি বসত বাড়ী। পূর্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও খাল ভরাট করে বসত বাড়ী গড়ে উঠার ফলে এখন পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। আলাউদ্দিন নগর থেকে হয়তাপাড়া আড়াই কিলোমিটার পর্যন্তখালে কয়েকটি স্থানেভরাট করে বসত বাড়ি গড়ার কারনে আরো বেশি বিপাকে পড়েছে ৫টি গ্রামের ২০ হাজার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, পূর্বের পানি প্রবাহের খালটি দ্রুত দখল মুক্ত করা হোক এবং পানি নিষ্কাশনের জন্য যা যা করনীয় সেই পদক্ষেপ নিতে হবে।এবিষয়ে জেলা প্রশাসক এবং কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে বলেও মানববন্ধন থেকে জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহবায়ক সাইদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, জামায়াত নেতা আজিজুল হক প্রমূখ। মানববন্ধনে কয়েক হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content