রাজনীতি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন : কুষ্টিয়া জেলা জামায়াতের গণমিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা ৩৬ শে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে এক বিশাল গণমিছিলের আয়োজন করে। মঙলবার বিকাল ৪ টায় মিছিলটি কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে শুরু হয়ে পৌরসভার সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ব্যাপক নেতা কর্মীর উপস্থিতি ছিল
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ খন্দকার আলী মুহসিন। আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জেলা সেক্রটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, জেলা নায়েবে আমীর মোঃ আব্দুল গফুর, জেলা সহকারী সেক্রেটারী মাজহারুল হক মোমিন,শহর আমীর মোঃ এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল শেষে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এদেশের সাধারণ মানুষের তুমুল আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা গতবছর আজকের এই দিনে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। এদেশের মানুষ রক্ত দেবে, জীবন দেবে, কিন্তু স্বৈরাচারের কাছে মাথা নত করবেনা। আজকের এই দিনে তিনি দেশের সকল মানুষের ভোটাধিকার, স্বৈরাচারের বিচার, রাষ্ট্র সংস্কারসহ মানবিক ও কল্যাণমুলক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।