বিনোদন

বাঘের মতো ক্ষিপ্র ছেলেগুলোকে আগে যেতে দিন প্লিজ

স্মরণকালের ভয়াবহ বন্যার চিত্র দেখল বাংলাদেশ। কয়েকটি জেলার পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে, যেখানে উদ্ধারকর্মীরাও পৌঁছাতে পারছেন না। এমন অবস্থায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে এসেছেন।

যাদের একজন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।  ইতোমধ্যেই নিজের একটি টিম নিয়ে বানভাসিদের উদ্ধারে ফেনী পৌঁছে গেছেন তিনি। সেখানে বন্যার্তদের পাশে দাঁড়াতে বিভিন্ন উদ্যেগ নিয়েছেন এই অভিনেত্রী।

ফেনৗতে পৌঁছে একটি বিষয় খারাপ লেগেছে চমকের। যেটা সম্প্রতি নিজ আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে উল্লেখ করেছেন। চমক লিখেছেন, ‘একটা বিষয় নিয়ে খারাপ লাগলো, প্রতিদিনই বোট নিয়ে ঝামেলা হচ্ছে!

যা নিয়ে সকাল থেকে সবাই ফেনী জেলা প্রশাসকের অফিসে প্রায় ৩-৪ ঘণ্টা সময় নষ্ট করলো। বোট কারা পাবে, পেলেও কয়জন সেটাতে যাবে, কেনো যাবে, কোথায় যাবে, কী কী নিয়ে যাবে…এসব বিষয় নিয়ে ঝামেলা।

কেউ কাউকে ছাড় দেবে না। এভাবে হলে আপনারা উদ্ধার করতে যাবেন কখন? অর্ধেক বেলাই যদি এভাবে শেষ করে ফেলেন! অভিনেত্রী আরও লেখেন, ‘সবাই শুধু কাছের এলাকাতে যেতে চাচ্ছে।

ভেতরের দিকে কেউ খুব একটা আগ্রহী দেখলাম না। আজ থেকে শতভাগ ডেডিকেটেড টিম চাই। বাঘের মতো ক্ষিপ্র কাজের দক্ষ ছেলেগুলোকে আগে যেতে দিন প্লিজ। ফেনী জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি।