জাতীয়

ইসকন নিষিদ্ধের দাবিতে পাংশায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

 পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উলামা পরিষদ ও তাওহীদি জনতা। পাংশা উপজেলা উলামা পরিষদ ও তাওহীদি জনতার আয়োজনে শুক্রবার জুম্মর নামাজ শেষে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশ উপ-হাই কমিশন কার্যালয়ে হামলা, ভাংচুর ও মুসলিম আইনজিবী হত্যার প্রতিবাদে জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা পাংশা পৌর সভা চত্বরে সমাবেত হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাংশা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা হোগলাডাঙ্গী এম আই কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মীর মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন, পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু মুসা আশারী, পাংশা তাওফিজুল কোরআন মাদ্রাসার মোহতামিম হাফেজ আব্দুল্লাহ, আজিজপুর রশিদিয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা ইয়াসিন প্রমূখ। এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বক্তারা জানান, গত ৫ আগস্ট সৈরাচারী খুনি হাসিনা পালানোর পর ভারতে গিয়ে মুদির কোলে বসে বাংলাদেশকে অকার্যকর করার জন্যে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। ইসকন সেই ষড়যন্ত্রের একটি অংশ মাত্র। বাংলাদেশে অবস্থারত কোন হিন্দুদের প্রতি আমাদের কোন বিক্ষোভ নেই। কিন্তু ইসকন একটি জঙ্গী সংগঠন। ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

আরও খবর

Sponsered content