7 May 2024 , 5:59:06 প্রিন্ট সংস্করণ
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক শফিউদ্দিন (৫০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ মে) দিবাগত রাতে তাঁকে আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্তের ৮৭১ নম্বর প্রধান পিলারের ৬ নম্বর উপপিলারের নিকট দিয়ে প্রায় ৫০ গজ অভ্যন্তরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়া গ্রামে প্রবেশ করে শফিউদ্দিন। এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়ন তিস্তা-২ এর কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে আটক করে।
তিনি ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৫ ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিন (ডানটা) ছেলে। মঙলবার সকালে বিজিবি শফিউদ্দিনকে ১৯৫২ সনের প্রবেশ নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় একটি মামলা দিয়ে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
পাটগ্রাম থানার দায়িত্বরত (ডিউটি) সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম বলেন, ‘বিজিবি কর্তৃক আটক থানা হেফাজতে থাকা ওই ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে মামলা সংক্রান্ত কার্যক্রম শেষে আদালতে পাঠানো হবে।