বিনোদন

আমি ব্রেকআপ করে নিলাম বললেন শাহরুখ কন্যা

আমি ব্রেকআপ করে নিলাম বললেন শাহরুখ কন্যা

তারকাদের মতো তাদের সন্তাদের নিয়েও কৌতূহল থাকে নেটিজেদের। শুধু নেটিজেনরাই নন, পাপারাজ্জিদের চোখও যেন তারকা সন্তাদের দিকে।সুপারস্টার বাবা শাহরুখ খানের কন্যার বেলাতেও ঠিক এমনটাই ঘটে। বরাবরই পাপারাজ্জিদের তীক্ষ্ণ চোখ তার দিকে।

ক্যামেরা থেকে ব্যক্তিগত জীবন, সুহানা সম্পর্কে প্রতিটি বিষয় জানতে মুখিয়ে থাকেন অনেকে। এবারও তার ব্যতিক্রম হলো না।এবার সেই আগুনে যেন আরেকটু ঘি ঢাললেন শাহরুখকন্যা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি রহস্যময় স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া।

পোস্টের ক্যাপশনে সুহানা লিখেছেন— ‘আমি ব্রেকআপ করে নিলাম।হঠাৎ কার সঙ্গে ব্রেকআপ করলেন শাহরুখকন্যা? এমন প্রশ্ন রীতিমতো জট বেঁধেছে ভক্ত-অনুরাগীদের মনে।

আসলে বিষয়টি প্রেমের নয়। সম্প্রতি সুহানা খান তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, এতদিন যেসব সাবান ব্যবহার করতেন, সেগুলোর সঙ্গে ব্রেকআপ করছেন। কারণ, তার জীবনে এখন এসেছে লাক্স!

লাক্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে।জানা গেছে, সদ্যই লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম লিখিয়েছেন সুহানা। এর আগে শাহরুখকেও দেখা গিয়েছিল লাক্সের বিজ্ঞাপনে।

২০০৫ সালে লাক্সের সঙ্গে পথচলা শুরু করেন শাহরুখ খান। লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা বাথটাবে শাহরুখকে শুয়ে থাকতে দেখা যায়। আর তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনি, কারিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা।

এবার বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটছেন শাহরুখকন্যা।প্রসঙ্গত, সামনে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ নামের একটি সিনেমাটিতে দেখা যাবে সুহানাকে। এতে তার বাবা শাহরুখ খানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

নির্মাতার এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। যেখানে তাকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে চালিত করবেন সুহানাকে।