সারা দেশ

আজ দুই ভাইয়ের ভাগ্য নির্ধারণ

আজ দুই ভাইয়ের ভাগ্য নির্ধারণ

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ও তাঁর ভাই আরেক প্রার্থী আবুল কালাম আজাদের আজ মঙ্গলবার ভাগ্য নির্ধারণ হবে। ঋণখেলাপির অভিযোগে তাদের মনোনয়ন বাতিল চেয়ে জেলা প্রশাসকের দপ্তরে আপিল করেছেন আরেক মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের দপ্তরে দু’পক্ষের শুনানি শেষে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম রায় দেবেন।এর আগে যাচাই-বাছাইয়ে মহিউদ্দিন ও আবুল কালামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। এরপরে দু’জনকে ঋণখেলাপি অভিযুক্ত করে মনোনয়ন বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে চিঠি দিয়েছেন পদ্মা ব্যাংক পটুয়াখালী শাখা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৮ অক্টোবর তৎকালীন দি ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) পটুয়াখালী শাখা থেকে ২৪ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন আবুল কালাম আজাদ। তাঁর ছোট ভাই মহিউদ্দিন আহমেদ জামিনদার। ২০২২ সালের ১৬ অক্টোবর ঋণ পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আবুল কালামকে ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার তাগাদা দিলেও সাড়া পাননি।

আইন অনুযায়ী, জামিনদার হিসেবে ঋণের দায় মহিউদ্দিন আহমেদের ওপর পড়েছে।ঋণ খেলাপির অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষ দুই ভাইয়ের মনোনয়ন বাতিল চেয়েছে।প্রসঙ্গত, আগামী ৯ মার্চ পটুয়াখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মেয়র প্রার্থী ৬ জন। তারা হলেন– বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ, তাঁর স্ত্রী মর্জিয়া আক্তার এবং বড় ভাই আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র ডা. শফিকুল ইসলাম, ব্যবসায়ী মো. এনায়েত হোসেন ও সাবেক বিএনপি নেতা নাসির উদ্দিন খান। জানা গেছে, মূল প্রার্থী হলেন মহিউদ্দিন আহমেদ। তিনি ভাই ও স্ত্রীকে ডামি প্রার্থী করেছেন।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: