21 December 2023 , 8:30:11 প্রিন্ট সংস্করণ
ভোট বর্জনের আহ্বান জানিয়ে এবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপিসহ মিত্ররা। সরকার পদত্যাগের একদফা দাবিতে এবং অসহযোগের পক্ষে চার দিনের কর্মসূচিও দিয়েছে তারা। অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর পথে পথে লিফলেট বিতরণ করেছে বিএনপি। লিফলেট বিতরণকালে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোটবর্জনের আহ্বান জানান রুহুল কবির রিজভী।
একই সঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বানও জানান তিনি।আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে।
লিফলেটে ১৫ বছর ধরে সরকারের দুর্নীতি, টাকা পাচার, অনাচার, নির্যাতন ও অপশাসনের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে। নির্বাচনকে ‘আসন ভাগাভাগির তামাশাপূর্ণ ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানানো হয়। এর পাশাপাশি ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকার অনুরোধসহ পাঁচ দফা তুলে ধরা হয়েছে।