18 January 2024 , 1:04:33 প্রিন্ট সংস্করণ
বগুড়ার ধুনট উপজেলায় কালোবাজারে পাচারকালে সরকারি ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। পুলিশ বুধবার দুপুরে উপজেলার ভান্ডারবাড়ী গ্রামের যমুনা নদীর তীর থেকে বস্তাগুলো উদ্ধার করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা নিয়ে পালিয়ে যায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ কেজি ওজনের প্রতিটি বস্তার গায়ে লেখা রয়েছে, ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’।
খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত বস্তায় অনন্যা এন্টারপ্রাইজ, কে এম জুট ফাইবার লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে। এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচিসহ ভিজিডি ও ভিজিএফের সুবিধাভোগীর মধ্যে বিতরণের কথা ছিল।
ধুনট থানার এসআই আব্দুল মতিন জানান, বস্তাগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। ৩০ কেজি ওজনের মোট ৪০ বস্তা চাল ছিল।