সারা দেশ

ফুলের চাহিদা বেড়েছে ভালোবাসা দিবসে

ফুলের চাহিদা বেড়েছে ভালোবাসা দিবসে

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ। ঋতুরাজ বসন্ত ও ‘ভ্যালেন্টাইনস্’ ঘিরে ফুলের চাহিদা বেড়েছে কুমিল্লায়। দিবস দুটি উদযাপনে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে রঙবেরঙের ফুল কিনে নিয়ে যাচ্ছেন নানা বয়সী মানুষ।

তবে এ তালিকায় তরুণ তরুণীদের সংখ্যাই বেশি।কুমিল্লা নগরীর কান্দিরপাড়, বাদুরতলা ও পুলিশ লাইনসহ বিভিন্ন এলাকা থেকে পছন্দের প্রিয় ফুল কিনে নিচ্ছেন তারা। আর ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বাহারী ফুলে দোকান সাজিয়েছেন বিক্রেতারা।

নগরীর কান্দিরপাড় সিটি মার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে নানা প্রজাতির ফুল। প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড়। প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পছন্দের ফুল কিনতে এসেছেন তারা।

চাহিদা অনুযায়ী দাম কিছুটা বেশি হলেও কেনার আগ্রহে ঘাটতি নেই তাদের। কেউ ফুল কিনছেন প্রেমিক কিংবা প্রেমিকার জন্য আর কেউ কিনছেন প্রিয়তমা স্ত্রী অথবা প্রিয়তম স্বামীকে উপহার দিতে।

ব্যবসায়ীরা বলছেন, বছরের অন্যান্য সময় ফুলের চাহিদা কম থাকলেও এ সময়ে এসে চাহিদা থাকে বেশি। আর এবার একই দিনে দু’টি দিবস হওয়ায় বিক্রি বড়েছে অনেকগুণ। তবে ফুলের দাম বাড়ায় প্রকার ভেদে একেকটি গোলাপ বিক্রি করতে হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা করে।

অন্যান্য বছরের তুলনার এবার ফুলের দাম বেশি।ফুল কিনতে আসা আফসানা নীতু বলেন, মূলত ভালোবাসা দিবসের প্রথম প্রহরেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গোলাপ কিনতে কান্দিরপাড় এসেছি। আমরা ভালোবেসে বিয়ে করেছি, একযুগ ধরে সংসার করছি।

যতোই দিন যাচ্ছে, ভালোবাসা যেনো ততোই বাড়ছে।নানুয়া দীঘির এলাকার উম্মে হাবিবা বলেন, গত বছরের মাঝামাঝিতে বিয়ে করেছি। যুগল হিসেবে এটাই আমাদের প্রথম ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইনসের প্রথম প্রহরেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চাই।

আরও খবর

Sponsered content