আন্তর্জাতিক

দার্জিলিংয়ে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার খবর ভিত্তিহীন

পশ্চিমবঙ্গের শৈল শহর দার্জিলিং পাহাড়ের হোটেলে বাংলাদেশিদের রুম ভাড়া না দেওয়ার গুজব ছড়িয়েছে। জানা গেছে, বিশ্বকাপে ভারতের হারে বাংলাদেশি সমর্থকদের উল্লাস থেকে দার্জিলিংয়ের কোনও এক হোটেল ব্যবসায়ী সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশিদের রুম না দেওয়ার কথা পোস্ট করেছিলেন।

সেই বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ায় পাহাড়ে ঘুরতে আসা বাংলাদেশি পর্যটকদের মধ্যে। এই বিষয়ে দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজয় কুমার খান্না বলেন, এই মুহূর্তে পাহাড়ে প্রচুর বাংলাদেশি পর্যটক রয়েছেন।

বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার কোনও কারণ থাকতে পারে না।বিজয় কুমার খান্না আরও বলেন, খেলার পর কোন বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন সেটির সঙ্গে হোটেল ভাড়া না দেওয়ার কোনও সম্পর্ক নেই।

আর অ্যাসোসিয়েশনগতভাবে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।তিনি বলেন, পাহাড়ের কোনও এক হোটেল মালিক বাংলাদেশিদের ঘর না দেওয়ার সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন, তবে সেটি তার বিষয়। সেখানে হস্তক্ষেপ করবে না হোটেল মালিক সংগঠন।