সারা দেশ

আবারও দুই নারীর পেট থেকে ১৫শ পিস ইয়াবা উদ্ধার করেছে পশ্চিম থানা পুলিশ

রাজধানীর উত্তরায় গত ১৩ নবেম্বর ২০২৩ উত্তরা পশ্চিম থানার এসআই মোঃ জারমান আলী, এসআই কাপান রায়হান, এসআই মোঃ মুনজুর আলম, এসআই মোঃ শাহীদুল ইসলাম এবং নারী কনস্টেবলসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উত্তরা ০৩নং সেক্টর থেকে নারী পুলিশের সহায়তায় ১। জান্নাতুল ফেরদৌস ববি (২০), পিতা-শহিদুল ইসলাম, মাতা-আনোয়ারা বেগম, স্বামী-মোঃ সুমন, স্থায়ী ঠিকানাঃ খেজুরতল কালুরঘাট, থানা-চাঁনগাঁও, জেলা-চট্টগ্রাম এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ২। পায়েল (১২), পিতা- জমিল, মাতা-রহিমা খাতুন, স্থায়ী ঠিকানাঃ লেদা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার

আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে উভয়ে এলোমেলো কথা বার্তা বললে একপর্যায়ে ওই নারীসহ শিশু টিকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তারা উভয়ে অভিনব কায়দায় ইয়াবা প্যাকেট করে পেটের মধ্যে পলিথিন ও কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবা ট্যাবলেট বহন করছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে অফিসার ও ফোর্স সহ আসামী জান্নাতুল ফেরদৌস ববি (২০) এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পায়েল (১২) স্বয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসামী জান্নাতুল ফেরদৌস ববি (২০) এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পায়েল (১২) দ্বয়কে পরীক্ষা নিরিক্ষা করে তাদের পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট আছে মর্মে নিশ্চিত হন। পরবর্তীতে ডাক্তার ঔষধ প্রয়োগের মাধ্যমে আসামী জান্নাতুল

ফেরদৌস ববি (২০) এর পায়ুপথের মাধ্যমে পলিথিন ও কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৫ (পঁচিশ) পোটলা ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতিটি পোটলায় ৩০ (ত্রিশ) পিচ করে সর্ব মোট ৭৫০ (সাতশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও তার হেফাজত হতে মানকের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পায়েল (১২) এর পায়ুপথের মাধ্যমে পলিথিন ও কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৫ (পঁচিশ) পোটলা ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতিটি পোর্টলায় ৩০ (ত্রিশ) পিচ করে সর্ব মোট ৭৫০ (সাতশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট (মাদক) সহ সর্ব মোট (৭৫০+৭৫০)= ১৫০০(এক হাজার পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ২১৯ নং ওয়াডে পর্যাপ্ত বিদ্যুতের আলোতে এসআই মোঃ জারমান আলী উক্ত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ করেন।

জব্দকৃত আলামত এর মূল্য অনুমান (৩০০×১৫০০) = ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। ধৃত আসামী ও আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উভয়ে পেশাদার মাদক ব্যবসায়ী এবং অবৈধ ভাবে ইয়াবা ট্যাবলেট মুখের মাধ্যমে অভিনব কায়দায় পেটের ভিতরে প্রবেশ করিয়ে বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসে। তারা পরস্পর যোগসাজশে অবৈধ ভাবে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ১। জান্নাতুল ফেরদৌস ববি (২০) ও আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ২। পায়েল (১২) ময় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে উক্ত ধারায় উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলার রুজু হয়েছে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: