রাজনীতি

এবার অবরোধের মধ্যে হরতাল ডাকলো বিএনপি

কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সুতিতে অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় বুধবার (১ নভেম্বর) আধাবেলা হরতাল পালন করবে জেলা বিএনপি।

ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।কিশোরগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচির কথা জানানো হয়।

এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুলিয়ারচরে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ। পুলিশের গুলিতে নিহত হন উপজেলা ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সুতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া।

আহত হন দুই শতাধিক নেতাকর্মী। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি বুধবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল পালন করবে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচরে উপজেলার ছয়সুতি এলাকায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০-৩৫ নেতাকর্মী।কুলিয়ারচর থানার ওসি মো. গোলাম মস্তোফার দাবি, এ ঘটনায় তিনিসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

%d bloggers like this: